মোঃ রেজাউল ইসলাম লিটন বিশেষ প্রতিনিধি: নীলফামারী
নীলফামারীর জলঢাকায় আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব। পথে এসে দাঁড়িয়েছেন পুরো পরিবার। খেয়ে না খেয়ে ঘরের দিকে তাকিয়ে
পার করতেছেন সময় এই অসহায় পরিবারটি। মাহরুমের মত দাঁড়িয়ে আছেন সবাই চতুরদিকেই অনেক আকুতি মিনতি করে সময় পার করতেছেন পরিবার। ঘটনাটি ঘটে
বুধবার ১৬অক্টোবর ২০২৪ ইং উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাওড়াডাঙ্গী গ্রামের
মৃত গাউছুল আজমের পুত্র নুরু ইসলামের বাড়িতে ভোর ৪: ৩০ মিনিট আগুন লাগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কিভাবে
আগুনের উৎপত্তি হল তা: জানা যায় নি এ পর্যন্ত
এ ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ৭ লাখ টাকার মত হবে বলতেছেন এলাকার মানুষজন এবং পরিবারের কিছু মানুষ।
আগুনে ক্ষয়ক্ষতির বিবরণ :
ঘড়:৬ টি (থাকার ঘড়-০৪টি+২ টা)
গরু: ৩টি (ষাড়-১টি,গর্ভবতী গাভী-১টি, বাছুর-১টি)=১,৫০,০০০/-
ছাগল: ৪ টি= ২০,০০০/-
মুরগী :অনেক
হাঁস: অনেক
ফ্রিজ: ১টি = ৫০,০০০/-
টাকা: ৬০,০০০/-
ধান: ১০ মন
চাল: ৮ মন সহ অনেক কিছু।
ও বিভিন্ন আসবাবপত্র সহ স্কুল ছাত্র ছাত্রীদের বিভিন্ন সরঞ্জামাদি। স্থানীয়রা বলতেছে এই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এই পরিবারটির প্রতি না হলে তারা কোথায় যে দাঁড়াবে এমনটি বলতেছেন এলাকার মানুষজন।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত