কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় সন্ত্রাসী হামলায় এক গৃহবধূকে মারাত্মক আহত অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
২৯ (অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে কচুয়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় কাদের শেখর স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৫৫) মারাত্মক ভাবে জখম হয়। হামলার শিকার মঞ্জুয়ারার বাড়ি কচুয়া উপজেলার কামারগাতী গ্রামে।
এ বিষয়ে জানাযায়,অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তারহাতে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশের একটি দল পরিদর্শন করেছেন। এবিষয়ে থানায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। থানায় লিখিত অভিযোগ হলে এর বিস্তারিত জানা যাবে।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত