মোঃ নাজমুল, মোরেলগঞ্জ:
শাওয়ালের চাঁদ আকাশে উঁকি দিতেই মোরেলগঞ্জে আনন্দের জোয়ার বয়ে গেছে। মুহূর্তেই ঈদের খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে গোটা উপজেলা। ধনী-গরিব, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সব শ্রেণির মানুষ ঈদের আনন্দে মেতে ওঠে। মসজিদে মসজিদে ধন্যবাদসূচক দোয়া ও মোনাজাতে মুখর হয়ে ওঠে রাত, ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদ দেখা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঘরে ঘরে মিষ্টিমুখ, রাস্তায় রাস্তায় ঈদের শুভেচ্ছা বিনিময়, আর শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে চারপাশ। ছোটরা আতশবাজি আর পটকার আলো-শব্দে ঈদের আগমনী বার্তা পৌঁছে দেয়, আর বড়রা উচ্ছ্বাসে একে অপরকে জড়িয়ে ধরে।
একজন স্থানীয় বাসিন্দা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘চাঁদ দেখার আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।’
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে। প্রতিটি বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বাজারে চলছে কেনাকাটার ধুম। বিশেষ করে পোশাক ও মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
উপজেলা পরিষদের পুরাতন ভবনের মাঠে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন নিরাপত্তা নিশ্চিতে বিশেষ তৎপরতা গ্রহণ করেছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।
সব মিলিয়ে ঈদের চাঁদ দেখা মাত্রই মোরেলগঞ্জের আকাশ-বাতাসে আনন্দের ঢেউ লেগেছে। শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি আর মিষ্টিমুখের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে সবাই।