মোঃ শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা) প্রতিনিধি!
খুলনার পাইকগাছার গদাইপুরের রাশেদুজ্জামানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতেন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গদাইপুরন ইউনিয়নবাসীর উদ্যোগে আজ বুধবার বিকেল ৫ টায় উপজেলার নতুন বাজারের পাশে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে সরদার ফারখ আহম্মেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শেখ বেনজীর আহম্মেদ লাল, শিক্ষক বদিউজ্জামান, আবুল হোসেন, জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার, আলাউদ্দিন রাজা, মোস্তাফিজুর রহমান লিপটন, আবু সালেহ মোঃ ইকবাল, জামিনুর রহমান রানা, বাবর আলী গোলদার, স্বাস্থ্যকর্মী আইয়ুব আলী, মোখলেসুর রহমান কাজল, মোঃ ইউনুস সরদার, মোঃ শামসুজ্জামান ও ইউপি সদস্য আবু হাসান।
উল্লেখ্য গত পহেলা এপ্রিল সন্ধ্যায় বোয়ালিয়া ব্রীজের সংলগ্ন রাড়ুলী গ্রামের পাশে ঈদ উপলক্ষে বন্ধুূূদের নিয়ে ঘোরা ফেরার সময় অতর্কিত ভাবে আওয়ামীলীগের কতিপয় সন্ত্রাসী দেশী অস্ত্রস্বস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের রাশেদুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এমনকি তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা কালে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। এসময় আরও জখম হয় মাহবুবুর রহমান ও আব্দুল হাকিম। এ ঘটনায় থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় দ্রুত তাদের গ্রেপ্তারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।