রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্র গুলোতে কঠোর নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিক্ষা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরিক্ষা শুরু থেকে উপজেলার ৪ টি কেন্দ্রেই এ নজরদারি চালিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।
সরেজমিনে মোহনপুর কেশরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট নামের কেন্দ্রে গিয়ে জানা যায়, এখানে সকালে কেন্দ্র পরিদর্শনে আসেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ও সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। পরিদর্শনকালে সকল শিক্ষার্থীর পরিক্ষার খোঁজ খবর নেন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের বিষয়েসহ সার্বিক বিষয়ে নজরদারি করতে ট্যাগ অফিসারকে নির্দেশনা প্রদান করে উপজেলার অন্যান্য কেন্দ্র পরিদর্শনে যান। ট্যাগ অফিসার পরিক্ষা কেন্দ্রের সকল কক্ষে বারবার গিয়ে স্বচ্ছ ভাবে পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে গেছেন।
এরপর দুপুর ১২ টার দিকে উপজেলার অন্যান্য কেন্দ্র পরিদর্শন করে এ কেন্দ্র পরিদর্শনে আসেন, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি সকল কক্ষে গিয়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলসহ কোন ধরনের অনিয়ম হচ্ছে কিনা, তা কঠোর ভাবে নজরদারি করেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রে নিয়জিত স্থায়ী অফিসার (ট্যাগ অফিসার) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী, কেন্দ্র সচিব আসলাম হোসেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানসহ থানার পুলিশ সদস্যরা। তারা এ কেন্দ্রে প্রায় ১২ টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করেন। পরে ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিবের তদারকি চলমান থাকে। পরিক্ষা কক্ষে দায়ীত্বে থাকা শিক্ষকরা দুপুর ১ টায় সকল শিক্ষার্থীদের খাতা জমা নিয়ে পরিক্ষা শেষ করে ও আগামী দিনে মনোযোগ সহকারে পড়ালেখা করে কেন্দ্র আসার পরামর্শ দেন।
কেন্দ্র সচিব আসলাম হোসেন জানান, শুরু থেকে পরিক্ষা সঠিক নিয়মে হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেন্দ্রে কোন অনিয়ম ছাড়া পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে। আগামীদিনেও এভাবেই পরিক্ষা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, এবার এবার কেশরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট কেন্দ্রে উপজেলার ১১ টি প্রতিষ্ঠানের মোট পরিক্ষার্থী ছিলো ৩৭৭ জন, ২১ জন অনুপস্থিত থাকায় পরিক্ষা দিয়েছে ৩৫৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছিলো ২৫৯ জন আর ছাত্রী ছিলো ৯৭ জন।
এবিষয়ে কেন্দ্রে নিয়জিত স্থায়ী অফিসার (ট্যাগ অফিসার) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী বলেন, আমাকে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস করে এ কেন্দ্রে দায়িত্ব দিয়েছেন। আমি পরিক্ষা চলাকালীন পুরো সময় ধরে সকল কক্ষে নজরদারি রেখেছি, পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে কোন অনিয়ম হওয়ার সুযোগ ছিলোনা।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, আমরা উপজেলার সকল কেন্দ্রে নজরদারি রেখে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেছি। কোন কেন্দ্রে অনিয়ম হলে তৎখনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।