এস এম হুমায়ুন জেলা প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি ভিডিও বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।
আইনজীবী সারোয়ারের এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে অ্যাসোসিয়েশন থেকে বিবৃতিটি পাঠানো হয়।পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ (এসপি) জানান,তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত