মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
আজ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সামাজিক সংগঠন পঞ্চমালা বাংলাদেশ-এর পক্ষ থেকে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশুদের নিয়ে। আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল একেবারেই শিশুদের আনন্দ ও সৃজনশীলতায় ভরপুর।
দিনের শুরুতেই ছোট ছোট শিশুরা অনুষ্ঠানে অংশ নিতে আসে। তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং নববর্ষের শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। এরপর সবাই মিলে গেয়ে ওঠে "এসো হে বৈশাখ" গানটি, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে ছিল শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি। প্রতিটি কার্যক্রমেই শিশুরা নিজেদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।
সবশেষে আয়োজন করা হয় খাবারের, এবং ছবি আঁকার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়েই পঞ্চমালা বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা শিশুদের পাশে থেকে সময় কাটায়, গল্প করে এবং আনন্দ ভাগ করে নেয়।
শিশুদের মুখে হাসি ফোটাতে পঞ্চমালা বাংলাদেশের এই উদ্যোগ ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত