রাসেদুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলার ৪টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় নিয়ম মেনে ইটভাটা পরিচালনা না করায় এজিআই ও জেএসটার নামক ২ টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এএমএম নামক আরো ২ টি ভাটা মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও সকল উপজেলায় এই অভিযান চলবে।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত