মোঃ জামাল হোসেন খান বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল ) আমাদের পটুয়াখালী পত্রিকার হলরুমে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “দেশের প্রান্তিক ও মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফ বরাবরই সোচ্চার ভূমিকা রেখে আসছে। সংগঠনের জেলা পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক ও দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, প্রথম আলো’র জেলা প্রতিনিধি বিলাস দাস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য জামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এম কে রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি সিকদার জোবায়ের হোসেন, এখন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সুমন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সুনান বিন মাহবুব, দৈনিক নিরপেক্ষ’র জেলা প্রতিনিধি রেজাউল করিম সুমন, বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি আল-আমিন, দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, রাজধানী টিভির তুহিন শরীফ এবং ঢাকা ক্যানভাসের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ হাসান মূসা।
সভায় বক্তারা বলেন, মফস্বলে কর্মরত সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।
আগামী ১-৭ মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করতে দেশের সকল সাংবাদিক সংগঠন, গণমাধ্যম এবং সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ পটুয়াখালী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও দৈনিক আজকের বার্তার দুমকি প্রতিনিধি আমির হোসেন।
সভা সঞ্চালনা করেন সময় টেলিভিশনেরর স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জেলা কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়। আগামী ৭দিনের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে এ কমিটি গঠন করা হয়।