বিশেষ প্রতিনিধি: মোঃ জামাল হোসেন খান
গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বরগুনা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, বরগুনা জনাব অনিমেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনার সভাপতি জাহাঙ্গীর কবির, লোক বেতার এর স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, চ্যানেল এস এর বরগুনা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, ডিকেভি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের অংশীজন।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং এটি কিভাবে গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তিকে সহজতর করছে, তা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের মাঝে এ বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ ধরনের সমন্বয় সভা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।