নিজস্ব প্রতিবেদক:প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের আরেকটি নতুন সংযোজন হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘GigLovin’। এটি একটি আধুনিক ও সুরক্ষিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ক্রেতা ও বিক্রেতারা নিরাপদে সেবা বিনিময় করতে পারেন। প্ল্যাটফর্মটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অনলাইন লেনদেনে আস্থার ঘাটতি দূর করার উদ্দেশ্যে।
GigLovin-এর মাধ্যমে একজন ক্রেতা তার প্রয়োজনীয় সেবা পোস্ট করতে পারেন, আর বিক্রেতারা তাদের গিগ (সেবা) অফার করে থাকেন। অর্ডার কনফার্ম হওয়ার পর, প্ল্যাটফর্মটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে—ক্রেতার অর্থ ধরে রাখে এবং সেবা সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর তা বিক্রেতাকে প্রদান করে। এতে করে উভয় পক্ষই নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারেন।
GigLovin-এর প্রতিষ্ঠাতা ফাত্তাইন নাঈম বলেন, “আমরা দেখতে পাচ্ছি, ফ্রিল্যান্সিং এবং অনলাইন সেবার বাজারে ক্রমাগত আস্থা সংকট তৈরি হচ্ছে। GigLovin সেই সমস্যার স্থায়ী সমাধান দিতে এসেছে—যেখানে প্রতারণা ঠেকাতে স্বয়ংক্রিয় ‘পেমেন্ট হোল্ডিং’ ও ‘রিভিউ’ সিস্টেম যুক্ত করা হয়েছে।”
GigLovin-এর মূল বৈশিষ্ট্যসমূহঃ
• Escrow-based Secure Payment: অর্থ মধ্যস্থতায় রেখে লেনদেন সম্পন্ন করে।
• Job Posting & Gig Marketplace: ক্রেতারা চাইলে কাজ পোস্ট করতে পারেন, আবার বিক্রেতারাও নির্ধারিত সেবা অফার করতে পারেন।
• দুইটি আলাদা অ্যাপ: ‘GigLovin Freelancer’ বিক্রেতাদের জন্য এবং ‘GigLovin Client’ ক্রেতাদের জন্য।
• AI Live Support: গ্রাহকদের তাৎক্ষণিক সহযোগিতার জন্য এআই ভিত্তিক লাইভ সাপোর্ট ব্যবস্থা।
প্ল্যাটফর্মটি বর্তমানে বাংলাদেশের বাজারকে লক্ষ্য করেই চালু হয়েছে, তবে ভবিষ্যতে এটি আন্তর্জাতিক বাজারেও প্রবেশের পরিকল্পনা করছে।
GigLovin ইতোমধ্যেই তরুণ উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়েবসাইট: www.giglovin.com
উদ্যোক্তা প্রতিষ্ঠান: Builder Hall Ltd.